গজারিয়ায় অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪১ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৮

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস

মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সীমা আক্তার (২৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে ভবেরচর-গজারিয়া উপজেলা পরিষদ সড়কের ভবেরচর এলাকায় দুর্ঘটনা ঘটে। 

নিহত সীমা গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের টেঙ্গারচর গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল গাফফার মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ সড়কের ভবেরচর এলাকায় উপজেলা ফায়ার সার্ভিস ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সীমা আক্তার। এসময় দ্রুত গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা সীমা আক্তারকে ধাক্কায় দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সীমা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে বলে জানিয়েছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজিব খান।  

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)