অ্যানেস্থেসিয়ায় শিশু মৃত্যু: জরুরি সভা ডেকেছেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৩ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

সুন্নতে খৎনা করাতে গিয়ে একের পর এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে নানা আলোচনা সমালোচনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে চিকিৎসকদের সতর্কতা নিয়েও। এ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জরুরি সভা ডেকেছেন।

রবিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক নোটিশে সভার কথা জানানো হয়ছে।

সভায় বাংলাদেশ অ্যানেস্থেসিওলজি সোসাইটি, বিএমএ, বিএমডিসি ও স্বাচিপের সভাপতি এবং স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী। 

সম্প্রতি ইউনাইটেড হাসপাতালে সুন্নতে খৎনা করাতে গিয়ে মারা গেছে ৫ বছরের শিশু আয়ান। এ ছাড়া গত মঙ্গলবার রাতে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে (জে এস হাসপাতাল) খতনা করার সময় আহনাফ তাহমিদ নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলায় দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/টিআই/এআর)