মামলা তুলে নিতে হত্যার হুমকির অভিযোগ, ডিবি কার্যালয়ে আয়ানের বাবা 

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৯ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে শিশু আয়ানের বাবাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া আসামিদের গ্রেপ্তার করছে না পুলিশ। তাই আসামিদের আইনের আওতায় আনতে ডিবি কার্যালয়ে গেছেন আয়ানের বাবা শামীম আহমেদ। 

রবিবার বেলা সোয়া ১টার দিকে তিনি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান। তিনি ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের কাছে লিখিত অভিযোগ দেবেন। 

এ বিষয়ে আয়ানের বাবা শামীম আহমেদ বলেন, “ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে বিভিন্নভাবে আমাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। অন্যদিকে থানা পুলিশও আসামিদের গ্রেপ্তার করছে না। আসামিরা বহাল তবিয়তে অফিস করছে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে অব্যাহতিও দেয়নি। পুলিশও তাদেরকে ধরছে না। এমন অবস্থায় আমি ডিবি কার্যালয়ে এসেছি। লিখিত অভিযোগ করব। ডিবিই আমাদের শেষ ভরসাস্থল। আশা করি আসামিদেরকে ডিবি গ্রেপ্তার করবে।” 

গত বছরের ৩১ ডিসেম্বর সুন্নতে খৎনা করানো জন্য আয়ানকে রাজধানীর ভাটারায় মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা ফুল অ্যানেসথেসিয়া দিয়ে অজ্ঞান করেন আয়ানকে। এরপর জ্ঞান না ফেরায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের গাড়িতে করেই গুলশান-২ এ ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। প্রথমদিনই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে আয়ানের পরিবার।
 
৭ জানুয়ারি রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর গুলশান-২-এ ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ানকে মৃত ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এসএস/এফএ)