ইউনাইটেড হাসপাতাল বন্ধ ও জড়িত চিকিৎসকদের ফাঁসি চাই: আয়ানের বাবা

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকায় ইউনাইটেড মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে সুন্নাতে খাতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় জড়িত চিকিৎসকদের ফাঁসি দাবি ও হাসপাতাল বন্ধ চান বলে জানিয়েছেন ভুক্তভোগী বাবা শামীম আহমেদ।

রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ শেষে লিখিত অভিযোগ জমা দেন। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শামীম আহমেদ বলেন, ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে মামলা করায় আমাকে হত্যার ভয় দেখানো হচ্ছে। এই ঘটনায় আমি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছি। এই ঘটনায় জড়িতদের কেউ ধরতে পারছে না। অথচ রামপুরার জে এস হাসপাতালে যে শিশু মৃত্যুর ঘটনা ঘটলো সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ আমার এই ঘটনার দুই মাস হলেও কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

ভুক্তভোগী এই বাবা বলেন, আমি একটাই কথা বলতে চাই। আজকে যদি আয়ান হত্যার সঠিক বিচার হতো তাহলে হয় তো বা রামপুরায় আবার শিশুর খাতনা করাতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটতো না। চিকিৎসকরা চাপে থাকত। কিছু কিছু ডাক্তার নামে কসাই যারা টাকার জন্য এই ধরনের ফুটফুটে হত্যা করছে। আমার যে ক্ষতি হয়েছে সেটা পূরণ হবে না। কিন্তু আমি চাই দেশের মানুষ সচেতন হোক, পাশাপাশি অভিভাবকরা সচেতন হোক।

মামলার বিষয়ে তিনি বলেন, আমার মামলা করলেও কোনো অগ্রগতি নেই। জড়িতদের কাউকে গ্রেফতার করা হচ্ছে না। ফলে আমরা ডিবির শরণাপন্ন হলাম। ডিবির দুয়ারে আমরা হাজির হোলাম। ডিবি যদি একটি গরিব পিতা হিসেবে সহানুভূতি দেখায় তাহলে আমরা সুষ্ঠু একটা বিচার পাবো। ডিবি থেকে বলা হয়েছে তারা আমাদের অভিযোগ আমলে নিবে। আমরা আজকে মামলা তদন্তের আবেদন দিবো।

আয়ানের বাবার আবেদন ও খতনা করাতে দুই শিশুর মৃত্যুর  বিষয়ে গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ বলেছেন, আমরা বিষয়টি জেনেছি। ঘটনা থানাগুলোতে মামলা হয়েছে। ডিবি পুলিশ ছায়া তদন্ত করছে। এটা অত্যন্ত দুঃখ জনক ঘটনা। আগে এলাকায় কোনো ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়াই সুন্নতে খতনা করানো হতো। কিন্তু এখন কথিত কিছু অবৈধ ভুয়া ক্লিনিকগুলোতে ছোট ছোট শিশুদের খতনার নামে অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করা হচ্ছে। কিন্তু পরে আর জ্ঞান ফিরছে না। এমন কি এই সকল ক্লিনিকে অ্যানেস্থেসিয়া দেওয়ার অনুমোদনও নেই। আমাদের টিম কাজ করছে। যারা এই ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। বাবা-মায়ের কোল থেকে শিশু হারিয়ে যাবে এটা কোনোভাবেই মানা যায় না।

আয়ানের বাবাকে হুমকির বিষয়ে তিনি বলেন, আয়ানের বাবা ডিবিতে যদি মামলা তদন্তের আবেদন করলে আমরা তদন্ত করবো। আসলে অনেক প্রতিষ্ঠান বড়। কিন্তু তিনি সাধারণ মানুষ বড় প্রতিষ্ঠানের সঙ্গে লড়াই করে পারবেন না। তবে আমরা তার পাশে আছি। হাসপাতালটির অ্যানেস্থেসিয়া দেওয়ার অনুমোদন ছিল না। তারপরেও তারা অ্যানেস্থেসিয়া দিয়েছে। এই ঘটনায় শিশু আয়ানের মৃত্যুর ঘটনার দায় তারা এড়াতে পারে না।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এসএস/এসএম)