আজ বইমেলা শুরু হবে বেলা ১২টায়, চলবে রাত ৯টা পর্যন্ত

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৯ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

আজ পবিত্র শবে বরাতের ছুটির দিন। আর এই ছুটির দিনে অমর একুশে বইমেলা শুরু হবে বেলা ১২টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। তবে রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না।

সোমবার বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, অমর একুশে বইমেলার ২৬তম দিনে বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে আবুবকর সিদ্দিক এবং আজিজুর রহমান আজিজের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন ফরিদ আহমদ দুলাল এবং কামরুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করবেন মামুন মুস্তাফা, তৌহিদুল ইসলাম, মো. মনজুরুর রহমান এবং আনিস মুহম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি আসাদ মান্নান। এছাড়া বিকালে ‘লেখক বলছি’ এবং বই-সংলাপ ও রিকশাচিত্র প্রদর্শন মঞ্চের আয়োজনও অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এসএম)