ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটসহ ৫ কালোবাজারি গ্রেপ্তার

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩০ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৮

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ট্রেনের টিকিটসহ টিকেট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার র‌্যাব- প্রেস ব্রিফিংয়ে তথ্য জানিয়েছে।

এর আগে রবিবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সময় তাদের কাছ থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখ সময়ের ১২৯টি আসনের ৫৯টি অনলাইন টিকেট, ৭টি মোবাইল ফোন এবং টিকিট বিক্রয়ের নগদ ৪৮ হাজার টাকা জব্দ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. আব্দুল হাকিম (৩৫), মো. জাকির হোসেন (৪৮), মো. রুবেল মিয়া (৩২), মো. শাহিন মিয়া (৪০) মো. সাজ্জাদ মিয়া (২৮)

ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের পুলিশে সোপর্দ করা হয় প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)