মেলায় বিভিন্ন বইয়ের মোড়ক উন্মোচন করলেন রাসিক মেয়র
প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৬ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৮
অমর একুশে বইমেলায় গাঙচিল এবং বিশ্বসাহিত্য ভবন কর্তৃক প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার ১২৬ নম্বর স্টলে গাঙচিল প্রকাশিত বিভিন্ন বইয়ের এবং বিশ্বসাহিত্য ভবন স্টলের সামনে ‘বঙ্গবন্ধু ও জাপান’ এবং ‘শহীদ এএইচএম কামারুজ্জামান’ বইয়ের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বিশ্বসাহিত্য ভবনের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বিশ্বসাহিত্য ভবন এর সংশ্লিষ্টসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ. রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।
আর গাঙচিল-এর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, গাঙচিল এর কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব কবি আলকামা সিদ্দিকী, গাঙচিল-এর কেন্দ্রীয় উপদেষ্টা কবি ইমরোজ সোহেল, গাঙচিল এর কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব কবি মিজানুর রহমান, গাঙচিল, ঢাকা বিভাগের সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব কবি তন্ময় হারিস, গাঙচিল এর কেন্দ্রীয় মহাসচিব ও বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপটেন কবি ড. ইদ্রিস আলী, গাঙচিল-এর কো-চেয়ারম্যান কবি মেজর পলক রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কবি লিজি আহমেদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে দীপল কান্তি বিশ্বাস এর একজন গাঙচিল দাদু ভাই, ফয়সাল হাওলাদারের মেঘ আরশী, অভিজিৎ মণ্ডলের স্মৃতির অন্তরীক্ষে, এসএকে রেজাউল করিমের ধারা নং ৫১১১, এলমান সৈয়দের জীবনের কবিতা,এশরাত জাহান বর্ণার এক আকাশ নীল, মিজানুর রহমানের দিগন্তরেখায় গোধূলি কথন, শিউলি রহমানের অন্যরকম অনুভবে, খাদিজা রহমান ফেরদৌসী বেগমের নিঃশ্বাসের কাছাকাছি, মাহফুজা বীনা‘র ছড়ায় ছড়ায় শিখবে কথা, খান আহমেদ ইফতেখারের স্বপ্ন ছোঁয়ায় বঙ্গবন্ধু, বেগম দিল আফরোজের জীবন ধারা, আমিনা খাতুনের ষড়ভুজ, শিউলী খানের অচৈতন্য ভাবনা , ড. এবিএম শরীফ উদ্দীনের নিরুদ্দেশ সম্পর্ক, নাসিমা খাতুনের চির পথচারী, খান আখতার হোসেনের ডুমুরিয়ায় শ্রেণীশত্রু নিধনের অশান্ত ঢেউ, রবিদাস মন্ডলের রক্ত আবীর প্রেম, শেখ আকমান আলীর পুষ্প সুরভি, শেখ আকমান আলীর গোপু পাগলের পাগলামি, আসমা আক্তার কাজলের হৃদয়ে একুশ, পলাশ মজুমদারের সত্যের সন্ধানে মতুয়া ও মতুয়া জাগরণী সঙ্গীত, রেজাউল করিমের হাবুডুবু, রানু গাজী‘র হিজলতলী গাঁ ইত্যাদি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এআর)