নীল নদে নৌকাডুবি, ১০ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৬| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৪
অ- অ+

মিশরের রাজধানী কায়রোর কাছে নীল নদে নৌকাডুবির ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, কায়রোর কাছে রবিবার নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে মোট ১৫ জন ছিলেন। তারা সকলেই ঠিকা শ্রমিক। দৈনিক অর্থের চুক্তিতে কাজ করতেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শ্রমিকরা একটি স্থানীয় নির্মাণ সংস্থায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখন এই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে সরকারিভাবে কিছু জানানো হয়নি। উদ্ধারকারীরা কয়েক ঘণ্টা চেষ্টায় মরদেহ উদ্ধার করেন।

মিশরের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের পরিবারকে মিশরের মুদ্রায় দুই লাখ পাউন্ড বা পাঁচ হাজার ৯৫৭ ইউরো দেওয়া হবে (সাত লাখ নয় হাজার বাংলাদেশি টাকা)। আহতরা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ হাজার টাকা পাবেন।

উল্লেখ্য, মিশরে প্রায়ই এই ধরনের নৌকাডুবির ঘটনা ঘটে। কারণ সেখানে নৌ সুরক্ষা সংক্রান্ত বিধি সেভাবে মানা হয় না বলে অভিযোগ।

সূত্র: ডয়চে ভেলে

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোল্যা নজরুল ইসলামসহ আটক চার পুলিশ কর্মকর্তাকে থানায় হস্তান্তর
বগুড়ায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
শ্রীপুরে ‘ডেভিল হান্ট’ অপারেশনে গ্রেপ্তার ১০
ম্যাটস ও ডিএমএফ শিক্ষার্থীদের আন্দোলন মেনে নেওয়া উচিত: আবু হানিফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা