সখিপুরে বাবা হত্যাকারী সেই ছেলে গ্রেপ্তার ​

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৮

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস

টাঙ্গাইলের সখিপুরে বাবা হত্যার অভিযুক্ত পলাতক ছেলে ওয়াহেদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে সখিপুর থানা পুলিশের একটি বিশেষ টিম ঘাটাইল উপজেলার সাগরদিঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

অভিযানে নেতৃত্ব দেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত। তিনি জানান, ঘটনার পর থেকে ওয়াহেদকে গ্রেপ্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্থানীয় ঘাটাইল পুলিশের সহায়তায় সাগরদিঘি বাজার এলাকা থেকে ওয়াহেদকে গ্রেপ্তার করি

এর আগে গত রবিবার (২৫ ফেব্রুয়ারি) ওয়াহেদ তার বাবাকে নিজ বসতবাড়িতে হত্যা করে গা-ঢাকা দেয়। সে একাধিক মামলার পলাতক আসামি ছিলেন।

সখিপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, বাবা হত্যায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/পিএস