দেওয়ানগঞ্জে ইয়াবাসহ ট্রেন চালক আটক
প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩০
জামালপুরের দেওয়ানগঞ্জে ইয়াবাসহ ট্রেন চালক আল-আমিনকে (৩০) আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। এসময় জাহিদুল ইসলাম (২৭) নামে অপর এক যুবককেও আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের ডাকাতিয়া পাড়া (ফুটানি বাজার-বাহাদুরাবাদ ঘাট) সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত আল-আমীন চুকাইবাড়ী ইউনিয়নের বালু গ্রামের আব্দুল হকের ছেলে এবং জাহিদুল ইসলাম একই গ্রামের ফজলুর রহমানের ছেলে। আল-আমীন বাংলাদেশ রেলওয়েতে ট্রেন চালক হিসেবে কর্মরত রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ডিবি-২ এর অফিসার ইনচার্জ সোহেল রানা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম চুকাইবাড়ী ইউনিয়নের ডাকাতিয়া পাড়া (ফুটানি বাজার-বাহাদুরাবাদ ঘাট) সড়কে অভিযান চালিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুই জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আল-আমীন নিজেকে একজন ট্রেন চালক বলে পরিচয় দিয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)