বগুড়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৭
বগুড়ার নন্দীগ্রামে সরিষা খেত থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার সিংজানী মোড়ের পাশে সরিষাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আজম বলেন, জমিতে সরিষা কাটতে গিয়ে স্থানীয় লোকজন অর্ধগলিত লাশ দেখে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশটির পরনে ছিল লুঙ্গি ও জ্যাকেট। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে হত্যা বা মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
(ঢাকা টাইমস/২৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)