মির্জাপুরে পার্চিং উৎসব পালিত

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৭ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩০

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস

`ধানের জমিতে ডাল পুতুন, পোকার আক্রমণ রোধ করুন’ এই শ্লোগানে টাঙ্গাইলের মির্জাপুরে পার্চিং উৎসব পালন করা হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলা সদরের পোষ্টকামুরী চরপাড়া মাঠে বোরো জমিতে কীটনাশকের ব্যবহার কমিয়ে ও পরিবেশ সম্মতভাবে ফসল উৎপাদন বৃদ্ধিতে জমিতে ঢাল পুতা (পার্চিং কার্যক্রম উৎসব)  কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মাহমুদা খাতুন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মির্জাপুরের উদ্যোগে আয়োজিত কার্যক্রমে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হালিম, উপসহকারী কৃষি অফিসার শাহজাহান কবির ও স্থানীয় বোরো ধান চাষীরা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত কৃষি অফিসার মাহমুদা খাতুন জানান, কৃষি বান্ধব এ প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা অধিক ফলন পেয়ে থাকেন। এছাড়া জমিতে কীটনাশক খরচ কম হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা পায়।
এ পর্যন্ত রোপিত শতভাগ পার্চিং নিশ্চিতকরণে ঢাকা অঞ্চলের সকল জেলার ন্যায় মির্জাপুর উপজেলার ৪৩টি ব্লকে মঙ্গলবার একযোগে পার্চিং উৎসব পালন করা হয়।

এ কার্যক্রমে উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা প্রতিটি ব্লকের কার্যক্রম বাস্তবায়ন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আহসানুল ইসলাম এ কার্যক্রম বাস্তবায়নে সার্বক্ষণিক নির্দেশনা দিয়ে থাকেন বলেন তিনি।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)