ইন্টারনেট গতির সূচকে বাংলাদেশের অবনতি

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

মোবাইল ইন্টারনেট সূচকে ৭ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ওকলা স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের জানুয়ারি মাসের সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান ১০৮তম। 

সূচকে দেখা যায়, জানুয়ারি মাসে মোবাইল ইন্টারনেট খাতে ১০৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশ, যা গত ডিসেম্বরে ১০১তম অবস্থানে ছিল। 

ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকেও অবনতি হয়েছে বাংলাদেশের। ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে ১ ধাপ পিছিয়ে ১০৯তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ।

ওকলার সূচক অনুসারে, জানুয়ারিতে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে ডাউনলোডের গড় গতি পাওয়া গেছে ২৩ দশমিক ৮৫ এমবিপিএস। পাশাপাশি আপলোডের গতি ছিল ১১ দশমিক ৩৬ এমবিপিএস। এ ছাড়া ব্রডব্যান্ডে মেডিয়ান ডাউনলোডের গতি ছিল ৪১ দশমিক ৫৯ এমবিপিএস। আপলোডের গতি ছিল ৪২ দশমিক ৬০ এমবিপিএস।

ওকলা প্রতিদিন নিজেদের স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে পাওয়া লাখ লাখ ফলাফলের ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশের নেটওয়ার্ক পারফরম্যান্স সম্পর্কে ধারণা দেয়।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এফএ)