সাকিব-তামিমের ‘ব্যক্তিগত ইস্যু’ নিয়ে যা বললেন রংপুরের কোচ
প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪১
বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ (বুধবার) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। তবে ম্যাচের চেয়েও দেশের ক্রিকেট ভক্তদের চোখ সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ওপর। দুজনের মুখোমুখি দ্বৈরথ দেখতে মুখিয়ে আছেন তারা। রংপুর-বরিশালের সর্বশেষ ম্যাচে সাকিব-তামিমের উদযাপন হয়েছে আলোচিত-সমালোচিত। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কারও ব্যক্তিগত ইস্যু নিয়ে ভাবতে চায় না রংপুর ফ্র্যাঞ্চাইজি।
ম্যাচ পূর্ববর্তী ব্রিফিংয়ে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রংপুরের প্রধান কোচ সোহেল ইসলাম জানান, ‘ব্যক্তিগত ইস্যু নিয়ে আমার আসলে বলার কিছু নেই। আমি আমার দল নিয়ে চিন্তা করি। প্রতিপক্ষ দলে যারা আছে তারাও দলের পার্ট। দলের পারফরম্যান্স ও প্লেয়ার– এগুলো নিয়েই চিন্তা করি। ব্যক্তিগত ইস্যু নিয়ে চিন্তা করার কোনো অপশন নেই।’
ফাইনালে ওঠার লড়াইয়ে কেমন চাপ সামলাতে হচ্ছে তাও জানালেন সোহেল, ‘ক্রিকেট খেলায় চাপ থাকবে না এটা তো হতেই পারে না। বিপিএলে প্লে-অফের ম্যাচ চলছে। চাপ থাকবে এটা ওভারকাম করেই খেলতে হবে। গতকালের (পরশু–সোমবার) ম্যাচে ভালো স্কোর ছিল আমাদের। বোলিংয়ে কিছু জায়গায় আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম, সেভাবে করতে পারি নাই। সে ম্যাচ নিয়ে আমরা আর চিন্তা করছি না, সামনে যা আছে এটা নিয়েই চিন্তা করছি।’
প্রথম কোয়ালিফায়ারের হতাশা ভুলে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় রংপুর। কোচ বলেন, ‘কীভাবে আমরা শেষ ম্যাচ থেকে তো কিছু জায়গা শিখেছি কোথায় আমাদের উন্নতি করতে হবে। আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে চাই। কালকের ম্যাচের পর তো আর কোনো অপশনও নাই। কালকের খেলা নিয়ে কীভাবে কি করলে, কোন স্ট্র্যাটেজি ফলো করা যেতে পারে এগুলা নিয়ে আলোচনা করছি। কালকের ম্যাচের পর আমাদের ছেলেরা একটু ডাউন ছিল। আজকে রিকভার করছি। এগুলো কথা বলে ছেলেদের মধ্যে আবার স্পিরিট দেখতে পাচ্ছি। কালকে যেন আমরা পূর্ণ শক্তি নিয়ে ফেরত আসতে পারি।’
উল্লেখ্য, চলতি বিপিএলে প্লে-অফের শুরুতে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল আসরের দুই ফেভারিট দল রংপুর ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যেখানে সাকিবদের হারিয়ে লিটন দাসের কুমিল্লা ফাইনালে উঠে যায়। তবে আসরের সর্বোচ্চ পয়েন্টধারী হওয়ায় দ্বিতীয় সুযোগ পেয়েছে রংপুর। তাদের প্রতিপক্ষ আজ তামিমের বরিশাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে তারা প্লে-অফ রাউন্ড শুরু করেছিল তারা। বরিশাল-রংপুরের দ্বিতীয় কোয়ালিফায়ার আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।
(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)