রমজানে অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০০ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

আসন্ন রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে মন্ত্রিসভা। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ৩০ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়।

বৈঠক শেষে বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, রমজান মাসের সেহরি ও ইফতারের সময় বিবেচনা করে এবং রোজাদারদের অফিসে আসার সুবিধার্থে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।  

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, রেলওয়ে, হাসপাতাল, শিল্পকারখানা ও জরুরি সেবার দপ্তরগুলো তাদের মতো করে অফিসসূচি নির্ধারণ করবে। আদালতের সময়সূচি নির্ধারণ করবেন সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রমজান মাস শুরু হতে পারে ১২ বা ১৩ মার্চ। 

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এমআর)