শুক্রবার ‘অগ্নিঝরা মার্চ’ পালন করবে জাসদ
১৯৭১ সালের অগ্নিঝরা ঐতিহাসিক, বীরত্বপূর্ণ, শোকাবহ ঘটনাবলির স্মরণে জাসদ প্রতিবছরের মতো এবছরও ১ মার্চ (শুক্রবার) ‘অগ্নিঝরা মার্চ’ পালন করবে।
বৃহস্পতিবার দলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন-বটতলা চত্ত্বরে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে স্বাধীনতার পতাকা প্রদর্শন ও উত্তোলন; ৩ মার্চ পল্টন ময়দানে বঙ্গবন্ধুর উপস্থিতিতে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি ও সর্বাধিনায়ক, ২ মার্চ প্রদর্শিত স্বাধীনতার পতাকাকে স্বাধীন বাংলাদেশের পতাকা, ‘আমার সোনার বাংলা’কে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত নির্ধারণ করে স্বাধীনতার ইশতেহার পাঠ; ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, মুক্তিযুদ্ধের সশস্ত্র প্রস্তুতি গ্রহণের আহ্বান ও অসহযোগ আন্দোলন ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতার লক্ষ্যে উত্থিত জাতির কর্তৃত্ব গ্রহণ; ৯ মার্চ মাওলানা ভাসানি কর্তৃক স্বাধীনতার লক্ষ্যে সংগ্রামে বঙ্গবন্ধুর অবিসম্বাদিত নেতৃত্বের প্রতি আনুষ্ঠানিক সমর্থন প্রদান; ১৯ মার্চ জয়দেবপুর সেনানিবাসে বাঙালি অফিসার ও সৈনিকদের বিদ্রোহ; ২৩ মার্চ পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সামরিক কুচকাওয়াজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গান স্যালুট দিয়ে স্বাধীনতার পতাকা উত্তোলন, রাজপথে সামরিক কুচকাওয়াজসহ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে বঙ্গবন্ধুর হাতে স্বাধীনতার পতাকা হস্তান্তর এবং বঙ্গবন্ধুর বাসভবনে স্বাধীনতার পতাকা উত্তোলন, ঢাকায় সেনানিবাস ও আমেরিকার দূতাবাস ছাড়া সচিবালয়, হাইকোর্ট, কূটনৈতিক মিশনসহ সরকারি-আধাসরকারি স্বায়ত্তশাসিত সংস্থার ভবন এবং জেলা-মহকুমা-থানায় স্বাধীনতার পতাকা উত্তোলন; ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর পোড়ামাটি কৌশলে বাঙালির জাতির ওপর ক্র্যাকডাউন ও নির্বিচার গণহত্যা শুরু ও ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ ও মুক্তিযুদ্ধের শুরুসহ মার্চের ঐতিহাসিক, বীরত্বপূর্ণ, শোকাবহ ঘটনাবলি স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ বরাবরের মতোই এবছরও ১ মার্চ দেশব্যাপী আলোচনাসভা, সমাবেশ, পতাকা মিছিলের মাধ্যমে ‘অগ্নিঝরা মার্চ’ পালন করবে।
কেন্দ্রীয় কর্মসূচি
অগ্নিঝরা মার্চ উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে ১ মার্চ (শুক্রবার) বিকাল ৩টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। আলোচনাসভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি হাসানুল হক ইনু এবং বক্তব্য রাখবেন দলের সাধারণ সম্পাদকসহ জাসদ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে মহান স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনার উত্তরাধিকারী ও ধারকদের সম্পৃক্ত করে যথাযথ মর্যাদায় ১ মার্চ ‘অগ্নিঝরা মার্চ’ পালন করার জন্য দলের সব জেলা ও উপজেলা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন। তারা একইসঙ্গে ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চের মহান বীরদের প্রতি দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান।
(ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/এফএ)
মন্তব্য করুন