ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাকসহ ৬০ নেতাকর্মীর জামিন

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৯ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

নাশকতার ছয় মামলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ বিএনপির ৬০ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, আমাদের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা মিথ্যা ও হয়রানিমূলক। মামলায় যা অভিযোগ করা হয়েছে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ডামি নির্বাচন করার জন্য আমাদের বিরুদ্ধে ভুয়া মামলা দিয়েছে পুলিশ।

পরে আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা জেলার দোহার থানায় ৩টি, নবাবগঞ্জ থানায় ১টি ও গুলশান থানায় ২টি ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করে পুলিশ।

(ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/জেবি/ইএস)