বেইলি রোডে আগুনে নিহতদের মরদেহ হস্তান্তর করা হচ্ছে

প্রকাশ | ০১ মার্চ ২০২৪, ০৮:৪০ | আপডেট: ০১ মার্চ ২০২৪, ০৯:৪৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। শুক্রবার ভোর ৫টা ৪১ মিনিটে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। সকাল সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ২৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার রাত ২টার পর ঢাকা জেলা প্রশাসন মরদেহ হস্তান্তরের জন্য স্বজনদের তথ্য চান। তথ্য সংগ্রহের পর মরদেহ শনাক্তের পর হস্তান্তর শুরু হয়। জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হস্তান্তর প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। 

এদিকে রাতেই ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিহত ব্যক্তিদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। 

বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে ভয়াবহ এ আগুন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। 

(ঢাকাটাইমস/০১মার্চ/এফএ)