বেইলি রোডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

প্রকাশ | ০১ মার্চ ২০২৪, ১০:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার এক শোকবার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি। তিনি আহতদের দ্রুত সুস্থতা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বেইলি রোডে গ্রিন কোজি কটেজে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে ভয়াবহ এ আগুন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

(ঢাকাটাইমস/১মার্চ/এফএ)