বাড়ি থেকে যাওয়ার দুই মাস পর লাশ হয়ে ফিরলেন কাচ্চি ভাই শ্রমিক রকি, দাফন সম্পন্ন

ঢাকার বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত কামরুল হাবিব রকির (২১) দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার ধোপাখোলা গ্রামের ধোপাখোলা মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রকিকে। তিনি ওই গ্রামের কবীর হোসেনের ছেলে।
কোতোয়ালি থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই মাস আগে ঢাকার বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে চাকরি নেন রকি। বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় আটকা পড়ে মারা যান তিনি। তার মৃত্যুতে শোকের মাতম চলছে সদর উপজেলার ধোপাখোলা গ্রামে রকির বাড়িতে।
এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে তার মৃতদেহ পৌঁছায় গ্রামের বাড়িতে। তার মৃত্যু সংবাদে স্বজন ও প্রতিবেশীরা ভিড় করে তাকে একনজর দেখার জন্য। তাদের আহাজারি ও কান্নায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ৪৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।
(ঢাকাটাইমস/০১মার্চ/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন