সিরাজগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল নারীর
প্রকাশ | ০৩ মার্চ ২০২৪, ১৩:১৯
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় মোছাম্মৎ মনিজা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
রবিবার সকালে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্যামলী পাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিজা খাতুন উল্লাপাড়া উপজেলার মোহনপুর মিলপাড়া গ্রামের মো. হোসেন আলীর স্ত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ট্র্যাফিক ইন্সপেক্টর মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শ্যামলীপাড়া এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন মনিজা খাতুন। এ সময় সিরাজগঞ্জ থেকে নগরবাড়ীগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/০৩মার্চ/প্রতিনিধি/পিএস)