ঢাকায় ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাস কর্মকর্তার মৃত্যু, সুইসাইড নোট উদ্ধার

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২৪, ১৮:৩৫| আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৯:১৪
অ- অ+

রাজধানীর গুলশানে ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম ইসমাইল গিল সেরানো। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। রবিবার বিকালে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার বিকালে গুলশান পিংক সিটির বিপরীত পাশের ভবনে এই ঘটনা ঘটে।

মাজহারুল ইসলাম বলেন, মারা যাওয়া কর্মকর্তার একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এছাড়া মানসিক বিকারগ্রস্ত ছিলেন তিনি।

ওসি জানান, স্পেন দূতাবাসের এই কর্মকর্তা এর আগে মানুষজনকে বিনা কারণে মারধর করেছেন। তার এসব ঘটনার বিষয়ে অনেকে ৯৯৯-এর মাধ্যমে আমাদের ফোন করে অভিযোগও জানিয়েছিল।

(ঢাকাটাইমস/০৩মার্চ/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর সরকার, সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’
জবির চার ইউনিটের প্রবেশপত্র ডাউনলোডের শেষ সময় সোমবার
জামালপুরে বিএনপির কমিটিতে আ.লীগ নেতা, তৃণমূলে ক্ষোভ
সৈয়দপুরে রেললাইন থেকে যুবকের লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা