উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

প্রকাশ | ০৪ মার্চ ২০২৪, ১৮:২৬ | আপডেট: ০৪ মার্চ ২০২৪, ১৮:৩১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

রাজধানীর উত্তরার বিভিন্নস্থানে অবৈধ স্থাপনা এবং ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সোমবার ডিএনসিসি পরিচালিত বিশেষ এ অভিযানে উত্তরার রাজলক্ষ্মী থেকে আজমপুর পর্যন্ত অবৈধ স্থাপনা এবং ফুটপাত দখলমুক্ত করা হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. খসরু চৌধুরী এমপি।

এ ছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কর্মকর্তাবৃন্দ ও উত্তরার বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যানজট নিরসনকল্পে এ অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানিয়েছেন ডিএনসিসির কর্মকর্তারা।

যানজট নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিশেষ অভিযান পরিচালনা করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। 

(ঢাকাটাইমস/০৪মার্চ/টিএ/এআর)