নতুন করে ২৯ মিয়ানমার সেনার বাংলাদেশে প্রবেশ

প্রকাশ | ১১ মার্চ ২০২৪, ১৫:০৩ | আপডেট: ১১ মার্চ ২০২৪, ১৫:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
বাংলাদেশে প্রবেশ করছেন বিজিপি সদস্যরা। ফাইল ছবি

বিদ্রোহীদের ক্রমাগত আক্রমণের মুখে টিকতে না পেরে নতুন করে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর ২৯ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন। সোমবার তারা নাইক্ষ্যংছড়ির জামছড়ি এলাকা দিয়ে প্রবেশ করেন।

একইদিন দুপুরে বিজিবি সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প থেকে ২৯ জন বিজিপি (বর্ডার গার্ড পুলিশ) সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদেরকে বিজিবি হেফাজতে রাখা হয়েছে।

এর আগে গেল মাসে দেশটিতে বিদ্রোহীদের হামলায় প্রাণ বাঁচাতে ৩৩০ জনকে বিজিপি ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাংলাদেশে প্রবেশ করে। পরে তাদেরকে ফেরত নেয় দেশটির কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/১১মার্চ/এসএস/ইএস)