পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, রোজা শুরু মঙ্গলবার

প্রকাশ | ১১ মার্চ ২০২৪, ১৮:৩০ | আপডেট: ১১ মার্চ ২০২৪, ১৮:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রতীকী ছবি

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ গেছে। ফলে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রোজা।

সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি বলেন, আজ রাতে প্রথম তারাবির নামাজ এবং সেহরি হবে। আগামীকাল প্রথম রমজান।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, সন্ধ্যায় চট্টগ্রামের আকাশে রমজানের চাঁদ দেখা যায়।

ক্যালেন্ডার অনুযায়ী আরবি মাস ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে মাসের শুরু অথবা শেষ গণনা করা হয়।

সৌদিসহ আরব বিশ্বে সোমবার থেকেই রোজা শুরু হয়েছে। সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কিছু কিছু গ্রামের বাসিন্দারা রোজা রাখা শুরু করেছেন। 

ইসলামের প্রধান পাঁচটি ধর্মীয় স্তম্ভের একটি হচ্ছে রোজা। হিজরি দ্বিতীয় বর্ষে ইসলামে রোজা রাখা ফরজ হিসাবে বাধ্যতামূলক করা হয়। এরপর থেকেই অপরিবর্তিত রূপে সারা পৃথিবীতে রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

(ঢাকাটাইমস/১১মার্চ/ইএস)