আলোচিত সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় আজ

প্রকাশ | ১৩ মার্চ ২০২৪, ১০:০৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

৩৫ বছর আগের আলোচিত সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় আজ। 

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালত এ রায় ঘোষণা করবেন। 

এর আগে ২০ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও ওইদিন প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন না হওয়ায় ১৩ মার্চ নতুন দিন ধার্য করেন বিচারক। 

এদিকে আলোচিত এ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই আদালত পাড়ায় পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।

৩৫ বছর আগে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় গুলি করে হত্যা করা হয় সগিরা মোর্শেদ সালামকে (৩৪)। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামিরা হলেন- আনাস মাহমুদ ওরফে রেজওয়ান (৫৯), ডা. হাসান আলী চৌধুরী (৭০) ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদ ওরফে শাহীন (৬৪) এবং মারুফ রেজা ও মন্টু মন্ডল।

প্রসঙ্গত, এ মামলায় ২০১৯ সালের ১৬ জানুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে চার্জশিট দেয়। এরপর ২০২০ সালের ২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

অভিযোগপত্রে বলা হয়, সগিরার কাজের মেয়েকে মারধর করেন আসামি ডা. হাসান আলী চৌধুরী। এ নিয়ে পারিবারিক বৈঠকে সগিরাকে দেখে নেওয়ার হুমকি দেন শাহীন। আসামিরা নিজেদের বাসায় বসে সগিরাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ডা. হাসান আলী তার চেম্বারে অন্য আসামি মারুফ রেজার সঙ্গে ২৫ হাজার টাকায় হত্যার চুক্তি করেন।

১৯৮৯ সালের ২৫ জুলাই বিকাল ৫টার দিকে সগিরা মোর্শেদ সালাম বাসা থেকে বের হয়ে তার দ্বিতীয় শ্রেণিপড়ুয়া বড় মেয়ে সারাহাত সালমাকে বাসায় আনতে স্কুলের দিকে যাচ্ছিলেন। স্কুলের সামনে পৌঁছামাত্রই অজ্ঞাতনামা ব্যক্তিরা তার হাতের বালা ধরে টান দেয়। বালা দিতে অস্বীকার করায় সগিরাকে গুলি করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী আব্দুস সালাম চৌধুরী রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এফএ)