ধর্মীয় অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা উসকানিমূলক: জাগপা ছাত্রলীগ

প্রকাশ | ১৪ মার্চ ২০২৪, ১০:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের ছাত্রদের ‘প্রডাক্টিভ রমজান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা ও জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান ফারুকী ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার। 

জাগপা ছাত্রলীগ নেতারা বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। 

নেতারা বলেন, ৯৫ ভাগ মুসলমানের দেশে মাহে রমজানের অনুষ্ঠানে এ ধরনের হামলা কাপুরুষোচিত। সব ছাত্র সংগঠনের মনে রাখতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সার্বজনীন বিদ্যাপীঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অথবা যে কোনো স্থানে ইসলামের আলোচনা সভা করা যাবে না, হামলা করা হবে এটা ধর্মীয় বিদ্বেষমূলক রাজনীতির অংশ।

ছাত্র নেতারা আরও বলেন, ভারতীয় পরিকল্পনায় ও বাংলাদেশের অগণতান্ত্রিক সরকার ব্যবস্থার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আওয়ামী ছাত্রলীগের ভয়ঙ্কর আধিপত্যবাদ বিরাজ করছে, যার কারণে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভবিষ্যতে অন্ধকারে নিমজ্জিত হবে।

নেতৃবৃন্দ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী ছাত্রলীগের অপরাধ দমনে অবিলম্বে আইনি পদক্ষেপ গ্রহণ করুন। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ভূলুণ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১৪মার্চ/জেবি/এফএ)