হাতিরপুলে ছয় তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

প্রকাশ | ১৪ মার্চ ২০২৪, ১৮:৫৮ | আপডেট: ১৪ মার্চ ২০২৪, ১৯:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

রাজধানীর হাতিরপুলে কাঁচাবাজার এলাকায় একটি ছয় তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজ কমপ্লেক্সে এই আগুন লাগার ঘটনা ঘটে। কার্পেটের গোডাউন থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

প্রাথমিকভাবে আগুনে হতাহত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে তারা হাতিরপুল কাঁচাবাজার এলাকায় ছয় তলা রাজ কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পান।

তিনি বলেন, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও তিন ইউনিট বাড়ানো হয়। 

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস জানায়, ছাদ থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। চারপাশে কোনো জানালা না থাকায় দেওয়াল ভাঙতে হচ্ছে। 

(ঢাকাটাইমস/১৪মার্চ/এসআইএস/এসএস/ইএস)