মুন্সিগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে নিহত সালথার তিন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

মুন্সীগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে নিহত ও আহত ফরিদপুরের সালথা উপজেলার তিন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে সালথার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের নিহত রিয়াজুল ইসলাম, পাশের কাঁঠালবাড়িয়া গ্রামের নিহত ইকবাল হোসেন ও আহত রাকিব হোসেনের বাড়ি গিয়ে তাদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতব্বর।
এ সময় নিহত দুই পরিবারকে ২০ হাজার টাকার করে দুটি চেক ও আহতের পরিবারকে ১৫ হাজার টাকার একটি চেক দেওয়া হয়েছে।
চেক বিতরণকালে গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, দৈনিক কালের কণ্ঠের সালাথা-নগরকান্দা প্রতিনিধি নুরুল ইসলাম ও যুবলীগ নেতা বাকি বিল্লাহসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ মার্চ দিবাগত রাতে মুন্সীগঞ্জের মুক্তারপুল এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন সালথার ইকবাল হোসেন (২৫), তার খালাতো বোনের স্বামী রিয়াজুল ইসলাম (৩৮), চাচাতো ভাই রাকিব হোসেন (২৬) ও মতিউর রহমান (৩৩) নামের আরেক যুবক। দগ্ধদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ মার্চ রাতে মারা যান রিয়াজুল। আর মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাতে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ইকবালেরও মৃত্যু হয়। বাকি দুই জনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের মধ্যে মতিউর কুড়িগ্রামের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা।
(ঢাকাটাইমস/১৫মার্চ/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন