ফাইরুজ অবন্তিকার আত্মহত্যা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

প্রকাশ | ১৬ মার্চ ২০২৪, ১৫:৩৬

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত সহপাঠী আম্মান ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে স্থায়ী বহিষ্কার ও গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছে গণতান্ত্রিক ছাত্রশক্তি।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাষ্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন সংগঠনটির নেতারা।

গণতান্ত্রিক ছাত্রশক্তি যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত তাবাসসুমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সদস্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিফাত রশিদ, এ

অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী সানজানা আফিফা অদিতি এবং ফার্মাসি বিভাগের শিক্ষার্থী রাইয়ান ফেরদৌস।

এ ছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাসুদ, সদস্য সচিব আবু বাকের মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আসিফ মাহমুদও বক্তব্য রাখেন।

আসিফ মাহমুদ বলেন, সারাদেশের গোটা ছাত্রসমাজ ফাইরুজ অবন্তিকার ন্যায়বিচার নিশ্চিতে তার পাশে অবস্থান করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইরুজ অবন্তিকার বিচারের দাবিতে হওয়া আন্দোলনের প্রতি সংহতি জানায়। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আবু বাকের মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয়গুলো এখন শুধুমাত্র কিছু ইট পাথরের বিল্ডিংয়ে রুপ নিয়েছে। শিক্ষার্থীরা এখানে মানসিক চাপ সহ্য করতে না পেরে ধুকে ধুকে একপর্যায়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। তিনি দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিতের লক্ষ্যে কার্যকরী সেল প্রতিষ্ঠার আহ্বান জানায়।

রিফাত রশিদ বলেন, সবসময়ই অন্যের বিচারের দাবিতে লড়ে যাওয়া ফাইরুজ অবন্তিকার বিচারের দাবিতে আজ আমাদের লড়াই করতে হচ্ছে। তার হত্যাকাণ্ডের পেছনে সবচেয়ে বড় দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার বিচারের দাবি করেও ব্যর্থ হয়ে সে আজ আত্মহত্যার পথ বেছে নিয়েছে। খোঁজ নিলে দেখা যাবে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি কলেজে, প্রতিটি ডিপার্টমেন্টে এমন হাজারো ফাইরুজ অবন্তিকা আছে যাদেরকে প্রশাসন বলপ্রয়োগ করে চুপ করিয়ে দেয়। আজ একজন ফাইরুজ অবন্তিকা সুষ্ঠু বিচার পেলে তা ভবিষ্যতের সকল যৌন নিপীড়ক ও তার সহযোগীদের কাছে শাস্তির দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হবে।

ঢাকাটাইমস/১৬মার্চ/এসকে