বঙ্গবন্ধুর জন্মদিনে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত

প্রকাশ | ১৭ মার্চ ২০২৪, ১২:০৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ 
হাসিনা। 

রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্মারক ডাকটিকিট, খাম ও সিলমোহর অবমুক্ত করা হয়। 

এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

পর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগিতা সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায়।

(ঢাকাটাইমস/১৭মার্চ/জেএ/এফএ)