গাজীপুরে আগুনের ঘটনায় দগ্ধ আরেকজনের মৃত্যু

প্রকাশ | ১৭ মার্চ ২০২৪, ২১:২৩

​​​​​​​গাজীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস

গাজীপুরের আগুনের ঘটনায় স্বামীর পরে দগ্ধ স্ত্রী নার্গিস খাতুনও (২২) মারা গেছেন। নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান দগ্ধ নার্গিস খাতুন।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর শংকর পাল। তিনি বলেন নার্গিস খাতুনের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।

 

মৃত নার্গিস আক্তার সিরাজগঞ্জ শাহজাদপুর বেড়াকোলা খাপারা গ্রামের মৃত মহিদুল খানের স্ত্রী। তার বাবার নাম আব্দুর রাজ্জাক। নার্গিস স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এক ছেলের মা ছিলেন তিনি। তার ছেলে গ্রামের বাড়িতে থাকে।

 

এর আগে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আই সি ইউ তে রবিবার ভোর সাড়ে ৫টায় মারা যায় আরিফুল একই দিন সকাল পৌনে ৭টায় আইসিইউতে মারা যায় নার্গিসের স্বামী মহিদুল খান। শনিবার রাত ৮টার দিকে শিশু তৈয়বা () আইসিইউতে ১০ বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার ভাই দগ্ধ শিশু তাওহিদ () চিকিৎসাধীন আছে। গত শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যায় মো. মুনসুর আলী আকন্দ (৪৫)। এর আগে গত শুক্রবার (১৫ মার্চসকাল ১০টায় মো. সোলেমান মোল্লা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

(ঢাকাটাইমস/১৭মার্চ/কেএম)