চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৩টি ঘর ভস্মীভূত

প্রকাশ | ১৮ মার্চ ২০২৪, ১৭:৩৮

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩টি ঘর ভস্মীভূত হয়েছে। এসময় ৫টি গরু ২টি ছাগল পুড়ে মারা গেছে। তবে আগুন নেভাতে গিয়ে কেউ হতাহত হয়নি।

সোমবার (১৮ মার্চ) ভোর রাতে উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা গ্রামের পূর্বপাড়া চান্দের বাড়িতে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আইয়ুব আলী পাটোয়ারী জানান, ঘরে থাকা সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। গরু, ছাগল ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. নূর--আলম রিহাত ইউপি সদস্য মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

কচুয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মাহতাব মণ্ডল বিকালে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসী ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেওয়ার আগেই পরিবারটির সব পুড়ে গেছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

(ঢাকাটাইমস/১৮মার্চ/প্রতিনিধি/পিএস)