সংগীতশিল্পী খালিদ মারা গেছেন

প্রকাশ | ১৮ মার্চ ২০২৪, ২০:৩৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

আশি নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী, ‘চাইমব্যান্ডের ভোকালিস্ট খালিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সংবাদমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন  গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ।

সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’–এর মতো বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন খালিদ।

গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সাল থেকেচাইমব্যান্ডে যোগ দেন।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এলএম/কেএম)