রাখাইনের আরেকটি শহর দখলে নিলো আরকান আর্মি

প্রকাশ | ১৯ মার্চ ২০২৪, ১১:৪০ | আপডেট: ১৯ মার্চ ২০২৪, ১২:২২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

মিয়ানমারের রাখাইন রাজ্যের রাথেডং শহর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি (এএ)। রাথেডংয়ে অবস্থানরত তিনটি জান্তা ব্যাটালিয়নের অবশিষ্ট সৈন্যদের তাড়িয়ে শহরটি দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।   

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতি।

এক বিবৃতিতে আরকান আর্মি জানিয়েছে, দুই সপ্তাহের তীব্র লড়াইয়ের পরে রবিবার সন্ধ্যায় জান্তার হালকা পদাতিক ব্যাটালিয়ন ৫৩৬, ৫৩৭ এবং ৫৩৮-এর প্রায় ২০০ সৈন্য নৌকায় করে পালিয়ে যায়।

আরাকান আর্মির বলছে, জান্তাবাহিনী তাদের দখলে থাকা এলাকা নিয়ন্ত্রণে রাখতে কন্সক্রিপশন (সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য) আইনের আওতায় যোগ দেয়া রোহিঙ্গাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। স্থল ও সমুদ্রপথের পাশাপাশি আকাশপথেও বোমাহামলা চালাচ্ছে। 

গোষ্ঠীটি আরও দাবি করেছে, তিনটি আলাদা পদাতিক বাহিনীর সদর দপ্তরে তারা জান্তা সৈন্যদের মরদেহ খুঁজে পেয়েছে, যার মধ্যে সম্প্রতি নিয়োগ করা রোহিঙ্গা পুরুষরাও রয়েছে। পাশাপাশি জান্তা সৈন্যদের রেখে যাওয়া বিপুল পরিমাণের অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। 


প্রসঙ্গত, কয়েকমাস ধরে মিয়ানমারের বিভিন্ন রাজ্যে জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। সীমান্তবর্তী এলাকায় আরাকান আর্মির হামলায় কোনঠাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী।

গত বছরের ১৩ নভেম্বর রাজ্য থেকে জান্তা সেনাদের তাড়ানোর জন্য একটি বড় আকারের আক্রমণ শুরু করার পর থেকে রাখাইন রাজ্যের অর্ধেকেরও বেশি দখল করেছে আরাকান আর্মি। গোষ্ঠীটি রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে ছয়টি নিয়ন্ত্রণ নিয়েছে এবং রাথেডং সহ তিনটি শহর দখল করেছে, তবে শহরগুলো এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এমআর)