অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারীকে গ্রেপ্তার করল এটিইউ

প্রকাশ | ১৯ মার্চ ২০২৪, ১৩:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী  প্রতারক চক্রের  এক সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃত মোয়াজ্জেম হোসেন (২৬) চট্টগ্রামের জাকির হোসেনের ছেলে।

মঙ্গলবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এটিইউ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল সোমবার রাত ৮টা ১০ মিনিটে খিলখেত থানা এলাকায় অভিযান চালিয়ে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করে। 

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি এ কে এম মঞ্জরুল হক তপু নামে এক ব্যক্তির হোয়াটস অ্যাপে আকর্ষণীয় বেতনে ঘরে বসে পার্ট টাইম ও ফুল টাইম চাকরির প্রস্তাব সম্বলিত একটি বার্তা আসে। চাকরি পাওয়ার আশায় ভুক্তভোগী প্রতারকদের কথা মতো তাদের দেওয়া বিকাশ নম্বরে ১৫ হাজার টাকা পাঠান। এরপর প্রতারকেরা ভুক্তভোগীকে টেলিগ্রাম অ্যাপসের একটি সিক্রেট গ্রুপে যুক্ত করে নেয়। প্রতিদিন বেতন পেতে হলে প্রথমে কিছু টাকা দিতে হবে জানিয়ে প্রতারকেরা ভুক্তভোগীকে আরও টাকা পাঠানোর জন্য বললে ভুক্তভোগী সরল বিশ্বাসে তাদের দেওয়া সিটি ব্যাংকের অ্যাকাউন্টে কয়েক ধাপে সর্বমোট ২ লাখ ৮১ হাজার টাকা পাঠান। টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতারকেরা ভুক্তভোগীকে তাদের হোয়াটস্ অ্যাপ ও টেলিগ্রাম গ্রুপ থেকে ব্লক করে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে ভুক্তভোগী ডিএমপির ভাষানটেক থানায় একটি লিখিত অভিযোগ করলে মামলা রেকর্ড হয়। পরে আসামি গ্রেপ্তারের জন্য ভাষানটেক থানা অধিযাচনপত্র প্রেরণ করলে প্রেরিত পত্রের ভিত্তিতে এটিইউ আসামি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করে। 

প্রতারণার অর্থ সংগ্রহের জন্য ব্যবহৃত সিটি ব্যাংকের অ্যাকাউন্টটি গ্রেপ্তাকৃত মোয়াজ্জেম হোসেনের। এ একাউন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। 

(ঢাকাটাইমস/১৯মার্চ/এএম/এফএ)