রাইস কুকারে রান্নার করতে গিয়ে লাশ হল তাসলিমা

প্রকাশ | ২০ মার্চ ২০২৪, ০৯:০৩

​​​​​​​শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস

শেরপুরের নালিতাবাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে তাসলিমা বেগম (৩৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু  হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার যোগানিয়া ইউনিয়নের পশ্চিম তালুকপাড়া গ্রামে ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ওই গ্রামের এরশাদ আলীর স্ত্রী।

নিহতের স্বজনরা জানায়, রাতে তাসলিমা টিনসেড রান্না ঘরে রাইস কুকারে রান্নার করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লেগে যায়। তাসলিমা  ঘরে ঢুকে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করার চেষ্টা করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘরের মেঝেতেই পড়ে যান।  আগুন দেখে বাড়ির অন্যরা চিৎকার ডাকাডাকি শুরু করলে বাড়ির কাছে থাকা মসজিদের মুসল্লী এলাকাবাসী ছুটে আসেন। ততক্ষণে তাসলিমা ঘটনাস্থলেই প্রাণ হারান।  খবর পেয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিটও ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২০মার্চ/প্রতিনিধি/পিএস)