নতুন নোট মিলবে কবে?

প্রকাশ | ২১ মার্চ ২০২৪, ১০:৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিশেষ ব্যবস্থায় নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন তফসিলি ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্ধারিত শাখাগুলো থেকে ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট সংগ্রহ করা যাবে। তবে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা থেকে নতুন নোট দেওয়া হবে না।

এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে বলেছে, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোয় এসব নতুন নোট বিনিময় করা হবে। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

ঈদের সময়ে দেশে সবসময়ই নতুন নোটের চাহিদা বাড়ে। অনেকেই নতুন নোটে কেনাকাটা এবং ছোটদের বখশিশ দিতে চান বলে এই চাহিদা বাড়ে। সেই বিবেচনায় বাংলাদেশ ব্যাংক প্রতিবছর ঈদের আগে টাকার নতুন নোট ছাড়ে।

(ঢাকাটাইমস/২১মার্চ/এফএ)