ওয়ারীতে সিএনজি উল্টে চালক নিহত

প্রকাশ | ২১ মার্চ ২০২৪, ১৪:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

রাজধানীর ওয়ারীতে সিএনজি উল্টে চালক নিহত হয়েছেন। বুধবার দিনগত রাত পৌনে ১২টার দিকে জয়কালী মন্দির এলাকায় ফ্লাইওভারের উপরে এই দুর্ঘটনা ঘটে।  

তবে তৎক্ষণিকভাবে নিহত সিএনজি চালকের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর।

জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই সিএনজি চালককে বুধবার দিনগত রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান পথচারীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা সৌরভ খান নামে এক পথচারী বলেন, ‘জয়কলী মন্দির এলাকায়  ফ্লাইওভারে সিএনজিটি উল্টে দুমড়ে মুচড়ে যায়। ভেতরে থাকা সিএনজি চালক রক্তাক্ত আহত অবস্থায় পড়ে ছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

তবে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে নাকি কোনো বড় গাড়ির ধাক্কায় উল্টে দুর্ঘটনাটি ঘটেছে, তা দেখেননি বলে জানান ওই পথচারী।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ওয়ারী থানায় জানানো হয়েছে।’

(ঢাকাটাইমস/২১মার্চ/এজে)