হরিণা ফেরিঘাট পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৪, ১৯:০৯
অ- অ+

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর-শরীয়তপুর রুটের হরিণা ফেরিঘাটে যানবাহন পারাপার নিশ্চিতসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমান।

বৃহস্পতিবার দুপুরে তিনি চাঁদপুর সদর উপজেলার হানাচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন।

এই দিন তিনি পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী শরীয়তপুরে নরসিংহপুর ফেরি পার হয়ে হরিনা ফেরিঘাটে আসেন। পরে হরিণা ফেরিঘাট বিআইডব্লিউটিসি (বাণিজ্যিক) কার্যালয় পরিদর্শন করেন।

এ সময় দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীদের তিনি বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

চেয়ারম্যানের সফর সঙ্গী ছিলেন বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি) কাজি ওয়াসিফ আহমদ, পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, জিএম (মেরিন) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী।

এ সময় হরিনা ফেরিঘাট এজিএম (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরীসহ ফেরিঘাটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে মতিউর রহমান পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী ফেরিঘাট পরিদর্শনের উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করেন।

(ঢাকাটাইমস/২১মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই-আগস্টে সহিংসতার ছবি-ভিডিও আপলোডের আহ্বান পুলিশের
চিতায় যাওয়ার আগে উৎসব মুখর নির্বাচন দেখে যেতে চাই: গয়েশ্বর 
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার শহীদুল্লাহ্ আটক
সোনালী কাবিন পদক ঘোষণা, ১৫-১৭ ফেব্রুয়ারি কবি আল মাহমুদ স্মরণোৎসব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা