সিংড়ার চামারী আশ্রয়ণের ১৮ ঘর ভস্মীভূত

প্রকাশ | ২১ মার্চ ২০২৪, ২০:৩৪

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকা টাইমস

নাটোরের সিংড়ায় অগ্নিকাণ্ডে আশ্রয়ণ প্রকল্পের ১৮টি টিনসেড ঘর ভস্মীভূত হয়েছে। 

এর মধ্যে দশটি ঘর সম্পূর্ণ ও ৮টি আংশিক পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার চামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চামারী (আদর্শ গ্রাম) আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

তিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে অবস্থান করছেন। 
সিংড়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার কামরুজ্জামান জানান, খবর পেয়ে নাটোর ও সিংড়ার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল হাসান ও ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবীব রুবেল, পিআইও আল আমিন সরকার। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন।

ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা বলেন, আপাতত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে আরও সহায়তা করা হবে।

(ঢাকা টাইমস/২১মার্চ/প্রতিনিধি/পিএস)