ডেমরায় গোডাউনে লাগা আগুন সাড়ে ৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রকাশ | ২২ মার্চ ২০২৪, ০৮:৫৭ | আপডেট: ২২ মার্চ ২০২৪, ১০:২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

রাজধানীর ডেমরার ভাঙ্গাপ্রেস এলাকায় কাপড়ের গোডাউনে লাগা আগুন প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে তাদের সহযোগিতা করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ডেমরার ভাঙ্গাপ্রেস এলাকায় একটি চারতলা ভবনের তিনতলায় আগুনের সূত্রপাত হয়। শুক্রবার সকাল  ৮টার দিকে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ভাঙ্গাপ্রেস এলাকায় চারতলা ভবনটির তিনতলায় কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত হয়ে চার তলাসহ অন্যান্য ফ্লোরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। এছাড়া ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে পুলিশ।

কাছাকাছি পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বলে জানান তিনি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তালহা বিন জসিম।

(ঢাকাটাইমস/২২মার্চ/এফএ)