৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

প্রকাশ | ২২ মার্চ ২০২৪, ১৪:০৮ | আপডেট: ২২ মার্চ ২০২৪, ১৪:৪৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উপকূলে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জোনিয়েছে দেশটির জিওফিজিক্স এজেন্সি (বিকেএমজি)। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। খবর আনাদোলুর। 

বিকেএমজি জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরতায় ৬.০ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়েছে এবং কেন্দ্রস্থল ছিল জাভা দ্বীপের তুবান থেকে ১৩২ কিমি (৮২ মাইল) উত্তর-পূর্বে সমুদ্রে।

সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট বাসিন্দারা জানিয়েছেন- ভূমিকম্প পুরো পূর্ব জাভা, এর রাজধানী সুরাবায়াসহ আশেপাশের প্রদেশের শহরগুলোতেও তীব্রভাবে অনুভূত হয়েছে।

বিকেএমজি আরও জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামি হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এরআগে, ২০২২ সালের নভেম্বরে জাভা দ্বীপে ৫.৬ মাত্রায় ভূমিকম্পে কমপক্ষে ৪৪ জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছিলেন। 

উল্লেখ্য, ইন্দোনেশিয়া ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ নামক ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় প্রায়ই এর শিকার হয়। কেননা এ অঞ্চলে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন প্লেট মিলিত হয়।

সুমাত্রা দ্বীপ বরাবর ত্রুটি বিশেষভাবে সক্রিয় এবং বিপজ্জনক হতে পারে। ২০০৪ সালে সুমাত্রার উত্তর প্রান্তে ৯.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প এবং সুনামিতে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড এবং অন্যান্য নয়টি দেশের ২ লাখ ২৬ হাজার মানুষ মারা গিয়েছিল।

(ঢাকাটাইমস/২২মার্চ/এমআর)