গাইবান্ধায় ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি

প্রকাশ | ২২ মার্চ ২০২৪, ২১:৩০

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ইউপি চেয়ারম্যানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় আদালতে চার্জ গঠন হওয়ায় তাকে অব্যাহতি প্রদান করা হয়।

শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক চিঠির মাধ্যমে রফিকুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

রফিকুল ইসলাম উপজেলার ৪ নম্বর বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।

জানা যায়, পলাশবাড়ী উপজেলা তাঁতী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খাতুনকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ওঠে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ২০২১ সালের ৬ অক্টোবর নাসিমা খাতুন বাদী হয়ে পলাশবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। ওই মামলায় চার্জ গঠন হওয়ায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

এ ব্যাপারে বরিশাল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, বিচারক মামলার অভিযোগ আমলে নেওয়ায় ৩৪ ধারা মোতাবেক আমাকে সাময়িক অব্যাহতি দিয়েছে। আমি আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যে এ ব্যাপারে উচ্চ আদালতে গিয়ে রিট করলে পুনরায় আমার চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পাবো।
(ঢাকা টাইমস/২২মার্চ/প্রতিনিধি/এসএ)