রামগড়ে ৬৫ পিস ইয়াবাসহ আটক ১, সিএনজি জব্দ
প্রকাশ | ২৩ মার্চ ২০২৪, ০৯:৪৬
খাগড়াছড়ির রামগড় সদর ইউনিয়নের সোনাইআগা এলাকা থেকে ৬৫ পিস ইয়াবাসহ মো.আনোয়ার হোসেন (৪২) নামে একজনকে আটক ও একটি সিএনজি জব্দ করেছে রামগড় থানা পুলিশ।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটককৃত মো.আনোয়ার হোসেন রামগড় সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোনাইআগা এলাকার বাসিন্দা মো. সিরাজ মিয়ার ছেলে।
রামগড় থানার এসআই মো. তারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করে রাত ৭টা ৫০ মিনিটে মো.আনোয়ার হোসেনকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি সহ আটক করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) দেব প্রিয় দাশ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৩মার্চ/প্রতিনিধি/এসআইএস)