বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

প্রকাশ | ২৩ মার্চ ২০২৪, ১২:৪৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

বেতন-ভাতা বাড়ানোসহ চার দফা দাবি আদায়ে আন্দোলনে নেমেছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা।

শনিবার সকাল নয়টার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সামনে এই আন্দোলনে নামেন তারা।

পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন জানান, সারাদেশের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসরা ঢাকায় এসেছেন। চার দফা দাবি আদায়ে বার্ন ইউনিটের সামনে থেকে সকাল নয়টায় আন্দোলন কর্মসূচিতে নামেন।

তাদের দাবিগুলো হলো: ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের (এফসিপিএস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট) বকেয়া ভাতা প্রদান করতে হবে।

১২টি প্রাইভেট ইন্সটিটিউটের নন-রেসিডেন্ট ও রেসিডেন্টদের আকস্মিক ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে ভাতা পুনর্বহাল করতে হবে।

অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরতরা।

এদিকে আন্দোলনের প্রেক্ষিতে সকাল ১১টায় স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসক নেতাদের সঙ্গে আলোচনা করেন। তাদের চার দফা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করবেন বলে জানান। তিনি দুয়েকদিন সময় চান আন্দোলনকারীদের কাছে বিষয়টি সমাধান করার জন্য।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এএম/ইএস)