মস্কোতে কনসার্টে হামলায় জড়িত ১১ জন আটক

প্রকাশ | ২৩ মার্চ ২০২৪, ১৪:১৮ | আপডেট: ২৩ মার্চ ২০২৪, ১৪:৩৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে হামলার ঘটনায় ১১ জনকে আটক করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। আটককৃতদের মধ্যে চারজন সরাসরি হামলায় জড়িত রয়েছে বলে দাবি এফএসবির। বিষয়টি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।

শনিবার দুপুরে এক প্রতিবেদনে এ তথ্য জানায় রুশ টেলিভিশন নেটওয়ার্ক চ্যানেল আরটি। 

শুক্রবার রাতে ক্রোকাস সিটি হল কনসার্ট সেন্টারে কনসার্ট দেখতে জড়ো হওয়া মানুষদের ওপর অতর্কিত হামলা চালায় একদল বন্দুকধারী।এলোপাতাড়ি গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় দেড়শো মানুষ। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক কুখ্যাত জঙ্গিগোষ্ঠী আইএসের আফগান শাখা ‘ইসলামিক স্টেট খোরাসান’ বা আইএস-কে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এমআর)