অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, হলুদ-মরিচে ইঁদুরের মল

প্রকাশ | ২৫ মার্চ ২০২৪, ১৮:০৮

​​​​​​​চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

গুঁড়া করার জন্য মজুদ করা হয়েছে গোটা হলুদ ও মরিচ। কয়দিন পরেই মেশিনে গুঁড়া করে বাজারজাত করা হবে। কিন্তু মজুদ করা সেই গোটা মরিচ ও হলুদে পাওয়া গেল ইঁদুরের মল। যা গুঁড়া করার সময় মিশে যেত হলুদ মরিচের সঙ্গে। তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সেটি আর হলো না। জব্দ করা হয়েছে সেই সব হলুদ মরিচ। জরিমানা করা হয়েছে মিল মালিককের। একই দিন অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে সেমাই তৈরি করার অপরাধে সাইফুল ফুড নামে একটি সেমাই কারখানাকেও জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দুপুরে চাঁদপুর শহরের পুরান বাজারে অভিযান চালিয়ে ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

তিনি বলেন, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে সেমাই তৈরির দায়ে সাইফুল ফুডকে ১০ হাজার টাকা এবং হলুদ মরিচের গুঁড়ার সঙ্গে ভুট্টার গুঁড়া মিশানোসহ মিলে রাখা হলুদ মরিচে ইঁদুরের মল পাওয়ায় মিল মালিকাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা ক্যাব এবং পুরান বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২মার্চ/প্রতিনিধি/পিএস)