দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছি, এটি বাগাড়ম্বর নয়: প্রধানমন্ত্রী

প্রকাশ | ২৫ মার্চ ২০২৪, ১৯:৪৬ | আপডেট: ২৫ মার্চ ২০২৪, ২০:৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশবাসীর প্রত্যাশা অনেকাংশেই পূরণ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, ‘এটা কোনো অসার বাগাড়ম্বর দাবি নয়।‘

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীর প্রতি আমার কর্তব্য হিসেবে এবং আমার পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার কাজ আরও এগিয়ে নেওয়ার জন্য আমি বার বার এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি।’

শেখ হাসিনা বলেন, ‘আমি চেষ্টা করেছি সকলের সমর্থন এবং সহযোগিতা নিয়ে এদেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের মাধ্যমে তাঁদের মুখে হাসি ফোটাবার। আজকে ২০২৪ সালে স্বাধীনতার ৫৩তম বার্ষিকীতে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা দেশবাসীর প্রত্যাশা অনেকাংশেই পূরণ করতে সক্ষম হয়েছি। এটা কোন অসার বাগাড়ম্বর দাবি নয়।’

‘বাংলাদেশ আজ আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নশীল বিশ্বে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা প্রমাণ করেছি রাজনৈতিক সদিচ্ছা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে সীমিত সম্পদ দিয়েও একটি দেশকে এগিয়ে নেওয়া যায়।’ বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

(ঢাকাটাইমস/২৫মার্চ/জেএ/কেএম)