লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৭

প্রকাশ | ২৭ মার্চ ২০২৪, ০৮:৫৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
ইসরায়েলি বোমাবর্ষণের সময় লেবাননের বিনতে জেবিল গ্রামের উপরে ধোঁয়া উড়ছে (ফাইল ফটো)

লেবাননে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের হেব্বারিয়েহ গ্রামে জরুরি ও ত্রাণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। বুধবার ভোরে দুটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। 

এর আগে মঙ্গলবার উত্তর-পূর্ব লেবাননের দুটি শহরের কাছে ইসরায়েলি বিমান হামলায় তিন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হন। 

ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে গত অক্টোবর থেকে সীমান্ত যুদ্ধ ধীরে ধীরে বেড়েছে। এ যুদ্ধে লেবাননে কয়েক ডজন বেসামরিক লোক নিহত হয়েছেন।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেও লেবাননে প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েল, যাতে অন্তঃসত্ত্বা নারীসহ ৫ জন নিহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের সদস্য ছিলেন চারজন।

উল্লেখ্য, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গাজায় হামলার প্রতিশোধ নিতে গত অক্টোবর থেকেই ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে আন্তঃসীমান্ত সংঘাতে গোষ্ঠীটির দুই শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় লেবাননে প্রায় ৫০ জন বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। আর হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সামরিক বাহিনীর এক ডজনেরও বেশি সদস্য এবং পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এফএ)